হজ এজেন্সিগুলোকে সৌদির যে চার নির্দেশনা মানতে হবে

3 months ago 12

হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের চারটি নির্দেশনা মানতে হবে। নির্দেশনাগুলো তুলে ধরে শনিবার (২৪ মে) হজ এজেন্সি মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এ বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ৩১ মে শেষ হবে। এজেন্সিগুলোর জন্য সৌদি সরকারের হজ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিপালন করতে হবে।

সৌদি সরকারের চার নির্দেশনা

১. নুসুক মাসার ও ই-হজ সিস্টেমে হজযাত্রীদের সঠিক তথ্য প্রদান নিশ্চিত করতে হবে এবং পরিসেবা প্রদানকারীদের বিমানবন্দরে হজযাত্রীদের গ্রহণ করে এবং সঠিক আবাসস্থলে পৌঁছে দেওয়ার জন্য হজযাত্রীরা আসার আগে থেকে প্রস্তুত থাকতে হবে।

২. সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীদের নুসুক আইডি কার্ড পরিধান করতে হবে, এটি পবিত্র মসজিদ এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশের জন্য অপরিহার্য।

৩. হজযাত্রীদের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য হজযাত্রীদের প্রতিটি দলের সঙ্গে মক্কা এবং মদিনার রুট সম্পর্কে পরিচিত এমন গাইড রাখতে হবে।

আরও পড়ুন

৪. জিজ্ঞাসাবাদ, অভিযোগ এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরাসরি ১৯৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে। সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই এ সেবা চালু থাকবে।

এ অবস্থায়, উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের অনুরোধ জানিয়ে বলা হয়, বিষয়টি অতীব জরুরি।

সৌদি পৌঁছেছেন ৫৮০৪০ হজযাত্রী

শনিবার (২৪ মে) হজ অফিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১৫০টি হজ ফ্লাইটে ৫৮ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।

চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে মোট নয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

আরএমএম/ইএ/এমএস

Read Entire Article