হজযাত্রীদের আমানত পরিশোধ-হজের অর্থ বিনিয়োগ না করার অনুরোধ

1 month ago 17

হজযাত্রীদের আমানত পরিশোধ ও হজ কার্যক্রমের অর্থ বিনিয়োগ না করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (২ ডিসেম্বর) হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সব ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে এই অনুরোধ জানিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনের লক্ষ্যে যে সব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছেন বা কোন স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন এবং বর্তমানে উক্ত অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছেন তাদের অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দেওয়া প্রয়োজন। আপনার ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে।

এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবগুলোতে জমা অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। এ কারণে জমা অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখার 'AGENCY PILGRIMS FUND PAYBLE TO KSA' শিরোনাসের হিসাবে জমা দিতে হবে বলেও ব্যাংকগুলোকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আরএমএম/এসআইটি

Read Entire Article