আসন্ন পবিত্র হজকে ঘিরে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপক জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুতি গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে লাখ লাখ হজযাত্রীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সুসংহত ও প্রযুক্তিনির্ভর জরুরিসেবা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
সোমবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহদ আল জালাজেল জানান, এবারের হজ মৌসুমে ১১টি এয়ার অ্যাম্বুলেন্স ও নয়শ অ্যাম্বুলেন্সের পাশাপাশি ৭১টি গুরুত্বপূর্ণ স্থানে ফার্স্ট এইড পয়েন্ট তৈরি করা হয়েছে।
এসব সেবায় নিয়োজিত থাকছেন সাড়ে সাত হাজারের বেশি প্রশিক্ষিত প্যারামেডিকস। তারা হজ মৌসুমে জরুরি চিকিৎসা ব্যবস্থার মূলভিত্তি হিসেবে কাজ করবেন।
আল জালাজেল বলেন, এটি একটি সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক জরুরি সেবা ব্যবস্থা।
এখন পর্যন্ত ১৪টি প্রবেশপথে ৫০ হাজারের বেশি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত কোনো মহামারি বা সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। যা আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিকল্পনার সফল বাস্তবায়নকেই ইঙ্গিত করে।
এছাড়াও, গত বছরের তুলনায় এবারে হজ মৌসুমে শয্যা সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম