হজে ছবি তোলা নিষিদ্ধের বিষয় পরিষ্কার করল সৌদি কর্তৃপক্ষ

আসন্ন হজ মৌসুমে মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ভেতরে ছবি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়লেও সৌদি কর্তৃপক্ষ তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ কোনো সরকারি প্রতিষ্ঠান এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘দ্য ইসলামিক ইনফরমেশন’ও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কয়েকটি অ্যাকাউন্ট দাবি করে যে, ভিড় নিয়ন্ত্রণে হজ মৌসুমে মোবাইল ফোন দিয়ে ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। তবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিংবা সরকারের কোনো সংস্থাই এ ধরনের ঘোষণা দেয়নি বা সমর্থন করেনি। ‘দ্য ইসলামিক ইনফরমেশন’ জানায়, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা কার্যকর হয়নি; প্রচলিত নিয়মই বহাল রয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হজ ও রমজান মৌসুমে প্রায়ই এ ধরনের ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই হাজিদের প্রতি অনুরোধ—সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস না করার জন্য।

হজে ছবি তোলা নিষিদ্ধের বিষয় পরিষ্কার করল সৌদি কর্তৃপক্ষ

আসন্ন হজ মৌসুমে মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ভেতরে ছবি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়লেও সৌদি কর্তৃপক্ষ তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ কোনো সরকারি প্রতিষ্ঠান এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘দ্য ইসলামিক ইনফরমেশন’ও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কয়েকটি অ্যাকাউন্ট দাবি করে যে, ভিড় নিয়ন্ত্রণে হজ মৌসুমে মোবাইল ফোন দিয়ে ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। তবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিংবা সরকারের কোনো সংস্থাই এ ধরনের ঘোষণা দেয়নি বা সমর্থন করেনি।

‘দ্য ইসলামিক ইনফরমেশন’ জানায়, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা কার্যকর হয়নি; প্রচলিত নিয়মই বহাল রয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, হজ ও রমজান মৌসুমে প্রায়ই এ ধরনের ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই হাজিদের প্রতি অনুরোধ—সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস না করার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow