ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থী নাফিস খন্দকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মঙ্গলবার বিকেলে ডাকসুর জিএস এস এম ফরহাদ ফেসবুক পোস্ট দিয়ে এই তথ্য জানান।
এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নাফিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে আজ (মঙ্গলবার) সকাল থেকে একটা বেসরকারি হসপিটালের আইসিউতে নেওয়া হয় তাকে। সেখানে মারা যান তিনি।
আরও পড়ুন
- ক্যান্টিন-দোকানে ভিপি-জিএসদের জরিমানা, প্রশাসন বলছে ‘নিয়ম নেই’
- দোকানদারদের জরিমানার হুঁশিয়ারি ঢাবির মুহসীন হল সংসদ নেতার
নাফিস অমর একুশে হলের ৫০৭ নম্বর কক্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাদ মাগরিব কার্জন হলের রসায়ন বিভাগ প্রাঙ্গণে নাফিসের জানাজা হবে।
এফএআর/এমআইএইচএস/এমএস