হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

7 hours ago 2
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান হঠাৎ করেই ভক্তদের চমকে দিয়ে ঘোষণা দিয়েছেন, সংগীত থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা তাহসান এই সিদ্ধান্ত জানান একটি কনসার্টের মঞ্চেই। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে অসংখ্য হিট গান ও হাজারো মুগ্ধ শ্রোতার ভালোবাসা পাওয়া এই শিল্পী বলছেন— সময় এসেছে থামার। একটি ভাইরাল ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ এই কথার মধ্যেই যেন ছিল আবেগ, বাস্তবতা আর দায়িত্ববোধের মিশেল। শুধু গানের মঞ্চ থেকে নয়, তাহসান আগেই জানিয়েছিলেন অভিনয় থেকেও কিছুটা দূরে সরে যাচ্ছেন। গত বছর তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।” তাহসানের এই ধীর প্রস্থান কেবল মানসিক সিদ্ধান্ত নয়, শারীরিক কারণও এর পেছনে আছে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি জটিলতা ধরা পড়েছে, যার কারণে তার গলার গঠন পরিবর্তিত হচ্ছে এবং গাওয়ার আগ্রহ ও ক্ষমতা দুটোই কমে যাচ্ছে। এই সমস্যার শুরু ২০১৮ সাল থেকেই। তখনই ভক্তদের সতর্ক করে বলেছিলেন, ‘যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’ আর আজ, সেই কথারই বাস্তব রূপ যেন আমাদের সামনে। তাহসান খানের সংগীত যাত্রা শুরু হয়েছিল ‘ব্ল্যাক’ ব্যান্ড দিয়ে। এরপর একক শিল্পী হিসেবে, কিংবা ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ও পরে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে গেয়েছেন অসংখ্য গান, করেছেন অসংখ্য শো। তার গানে কাঁদে ভালোবাসা, ভাঙা মন খোঁজে সান্ত্বনা, আবার ফিরে আসে সাহস। তাহসান হয়তো ধীরে ধীরে মঞ্চ থেকে সরে যাচ্ছেন, কিন্তু তার গানের অনুভূতি থেকে যাবে অগণিত ভক্তের হৃদয়ে।
Read Entire Article