হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে দুর্বৃত্তরা

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকায় দুই কাস্টমস কর্মকর্তার প্রাইভেটকারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন। তাঁরা দুজনই অক্ষত রয়েছেন। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার খায়রুল বাসার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অফিসে যাওয়ার পথে তিন মোটরসাইকেল আরোহী তাঁদের গাড়ি থামিয়ে কাচ ভাঙচুর করে। হামলার সময় একজন অন্যজনকে বারবার ‘গুলি কর’ বলে উসকানি দিচ্ছিল। তবে গুলি ছোড়া হয়নি। হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি আরও বলেন, হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে গাড়িতে চাপাতি দিয়ে কোপ দেয়। এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় তিনি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আসাদুজ্জামান দাবি করেন, কাস্টমসের বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে নিয়মিত মামলা করায় তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়ে থাকে। ঘটনাটি নিয়ে পুলিশ আইনি ব

হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে দুর্বৃত্তরা

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকায় দুই কাস্টমস কর্মকর্তার প্রাইভেটকারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গাড়িতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন। তাঁরা দুজনই অক্ষত রয়েছেন।

ডবলমুরিং জোনের সহকারী কমিশনার খায়রুল বাসার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অফিসে যাওয়ার পথে তিন মোটরসাইকেল আরোহী তাঁদের গাড়ি থামিয়ে কাচ ভাঙচুর করে। হামলার সময় একজন অন্যজনকে বারবার ‘গুলি কর’ বলে উসকানি দিচ্ছিল। তবে গুলি ছোড়া হয়নি। হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক।

তিনি আরও বলেন, হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে গাড়িতে চাপাতি দিয়ে কোপ দেয়। এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় তিনি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

আসাদুজ্জামান দাবি করেন, কাস্টমসের বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে নিয়মিত মামলা করায় তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়ে থাকে। ঘটনাটি নিয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow