হঠাৎ ট্রাম্প-শি ফোনালাপ, কী কথা হলো

2 hours ago 4

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রাম্পের সাথে ফোনালাপ ইতিবাচক এবং গঠনমূলক ছিল বলে শি জানিয়েছেন। দুই নেতা যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটক চালু রাখার চুক্তির বিস্তারিত আলোচনা করেছেন এবং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর প্রচেষ্টাও করেছেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আলোচকরা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটির মালিকানা নিয়ে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছেন, তবে মূল প্রশ্নগুলো এখনো রয়ে গেছে।

জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর এবং চীনের উপর আকাশচুম্বী শুল্ক আরোপের পর এটি উভয়ের মধ্যে দ্বিতীয় প্রকাশ্যে ফোনালাপ। এর ফলে দুই দেশের অনেক টানাপোড়েনে স্বস্তি আসতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। 

এদিকে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, ফোনে শির সঙ্গে আবার কথা হবে। 

ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের একটি বক্তব্য প্রচার করে আলজাজিরা। তাতে তিনি বলেন, বাণিজ্য, ফেন্টানাইল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর প্রয়োজনীয়তা এবং টিকটক চুক্তির অনুমোদনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অগ্রগতি অর্জন করেছি। ফোনালাপটি খুবই ভালো ছিল, আমরা আবার ফোনে কথা বলব। টিকটকের অনুমোদনের জন্য কৃতজ্ঞ এবং উভয়েই এপেকে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Read Entire Article