জরুরি বৈঠকে আইপিএলের আগামী আসরের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিসিসিআইয়ের নতুন ঘোষণা অনুসারে আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এসব তথ্য জানিয়েছে।
অর্থাৎ, পূর্ব নির্ধারিত সূচির এক সপ্তাহ পর শুরু হবে আইপিএলের ২০২৫ আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। একই ভেন্যুতে ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আইপিএলের আগের সূচি অনুসারে, চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার মাত্র ৫ দিনের বিরতি দিয়েই শুরু হতো ফ্র্যাঞ্চাজি আসরটি।
আইপিএল পরিচালনা পরিষদ মনে করেছে, আগের নির্ধারিত সূচিতে টুর্নামেন্ট শুরু করলে বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার যথেষ্ট সময় পাবেন না। ওয়ার্কলোডের একটি বিষয়ও থাকে। এসব ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত দুই সপ্তাহের বিরতি দিয়ে আইপিএল শুরু হোক।
গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে স্বাভাবিকভাবে উদ্ধোধনী ও ফাইনাল ম্যাচ হওয়ায় কথা। একই কারণে কোয়ালিফায়ার-২ও হবে এই ভেন্যুতে। কোয়ালিফায়ার-১ ও ইলিমিনেটর হবে গত মৌসুমের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে।
এখনো পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি পরিচালনা পরিষদ। চলতি মাসের শেষ দিকেই চূড়ান্ত সূচি ঘোষণা করার কথা রয়েছে।
এমএইচ/এমএস