হঠাৎ হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া!

2 hours ago 3

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসায় অভিনেত্রীকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দম্পতির ঘনিষ্ঠ সূত্র বলছে, যে কোনো মুহূর্তেই সুখবর আসতে পারে। তবে এখন পর্যন্ত পরিণীতি বা তার স্বামী রাঘব কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

এর আগে, চলতি বছরের আগস্ট মাসে নিজেদের জীবনের এই আনন্দঘন খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন পরিণীতি ও রাঘব। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করে ক্যাপশনে পরিণীতি লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর থেকে পরিণীতিকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Read Entire Article