‘হতাশা কাজ করছে, প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না’

3 hours ago 4

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আসলে দেশে একটা হতাশা কাজ করছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। সামনে মাহে রমজান। মানুষ সাংঘাতিক শঙ্কা নিয়ে দুশ্চিন্তায় আছে। 

তিনি বলেন, বাজারের কী অবস্থা হবে- দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণে থাকবে? মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। মানুষ খুব কষ্টে আছে। এটা সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  

নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায়। এবং ভালোভাবে বেঁচে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।

এদিন বঙ্গবীর কাদের সিদ্দিকী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম-সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ।
 

Read Entire Article