ফরিদপুরের বোয়ালমারীতে খ্রিস্টান মিশনারির দুই এনজিও কর্মী হত্যা মামলায় চারজনকে যাবাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার বিশেষ জজ আদালতের বিচারক মো. শফিউদ্দীন এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তারা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৫৩), বোয়ালমারীর গুণবাহা ইউনিয়নের গুণবাহা গ্রামের কামরুল হাসান ওরফে কামরুজ্জামান (৪৫), একই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মনিরুজ্জামান ওরফে মনির (৪০) ও চর ধোপাপাড়া গ্রামের আব্দুস সামাদ (৬০)।
জানা গেছে, ২০০৫ সালের ২৮ জুলাই রাতে বোয়ালমারী উপজেলার চর ধোপাপাড়া গ্রামে খুন হন তপন রায় মার্ডি (৩০) ও নিকলাল মার্ডি (৩৫) নামের দুই এনজিও কর্মী। খ্রিস্টান সম্প্রদায়ের এ দুজন একটি মিশনারি সংস্থার মাঠকর্মী হিসেবে কাজ করতেন এবং বোয়ালমারীর চর ধোপাপাড়া গ্রামের শিরগ্রামে বিপুল কুমার বাকচীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় বাড়ির মালিক বিপুল কুমার বাকচী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ ২০০৭ সালের ২৮ মার্চ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
ফরিদপুরের স্পেশাল জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আজিজুর রহমান বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে, টাকার লোভে তারা দুই ব্যক্তিকে হত্যা করে। এরপর আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। দেরিতে হলেও জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ন্যায়বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

2 hours ago
6









English (US) ·