হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুল-হাজী সেলিমের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও আছেন- সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার্জশিটে সই করেন এবং চার্জশিট গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান গত ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা সংলগ্ন মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাদী ফজলুর করিমের ওপর হামলা হয় এবং তিনি আহত হন। এ ঘটনার পর গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এমডিএএ/এমকেআর/এএসএম

হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুল-হাজী সেলিমের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও আছেন- সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার্জশিটে সই করেন এবং চার্জশিট গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান গত ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা সংলগ্ন মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাদী ফজলুর করিমের ওপর হামলা হয় এবং তিনি আহত হন।

এ ঘটনার পর গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এমডিএএ/এমকেআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow