হত্যাচেষ্টা মামলায় পুলিশ কর্মকর্তা আরাফাত তিনদিনের রিমান্ডে

1 month ago 21

লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া তার সাতদিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। মামলার ১০ নং আসামি হলেন আরাফাত।

এ মামলার পর রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র ও ড. মো. সাজ্জাদ হোসেন।

জেএ/এমএইচআর/এএসএম

Read Entire Article