আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল। এই কাউন্সিলের আগে একসঙ্গে পদত্যাগ করেছেন দলের স্থানীয় পাঁচ শীর্ষ নেতা।
ঠিক আগেই জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলহাজ জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক ও মো. এনামুল হক সেলিম স্বেচ্ছায় জেলা বিএনপির পদ থেকে অব্যাহতি চান।
দলীয় সূত্রে জানা গেছে, তাদের পদত্যাগপত্র কেন্দ্রীয় বিএনপি গ্রহণ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেই এই পাঁচ নেতার পদত্যাগে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কেএইচ/এমআইএইচএস