হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২

3 months ago 51
হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন।  তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Read Entire Article