হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

3 months ago 8

হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ মে) দুপুর দেড়টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শায়েস্তানগর পয়েন্ট বহুলা ও শায়েস্তানগর এলাকার যাত্রী উঠানো নিয়ে দুই অটোরিকশাচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের হয়ে দুপক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম সাহাব উদ্দিন শাহীন বলেন, অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

Read Entire Article