হল ছেড়েছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা

5 hours ago 3

হল ছেড়েছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (বিকেল) ৫টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে যান। তবে কলেজে এখনো পুলিশ মোতায়েন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, হলে আর কোনো ছাত্র নেই। সবাই যে যার মতো যানবাহনে করে বাড়ি ফিরেছেন। তবে কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে হলের সিট বরাদ্দের নবায়ন ইস্যুতে গণ্ডগোলের সূত্রপাত হয়। পরে ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্নয়ক আশিকুর রহমানসহ অন্যরা আসলে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হল ছেড়েছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা

এ ঘটনায় ওইদিন রাত ৮টার দিকে কলেজ ও হল বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। বলা হয়, পরদিন সোমবার সকাল ৮টার মধ্যে ছেলেদের হল ছাড়তে হবে। তবে মেয়েরা হলে থাকতে পারবে। কলেজে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু সোমবার দুপুর পর্যন্ত গুটিকয়েক ছাত্র হল ছাড়লেও বেশিরভাগ হলে অবস্থান নেয়। তাদের দাবি না মানা পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

হল ছেড়েছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা

তাদের দাবিগুলো হল- হামলাকারীদের পরিচয় প্রকাশসহ মঙ্গলবারের মধ্যে গ্রেফতার করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বহিরাগত সন্ত্রাসীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। নতুন সিট নবায়নে বর্তমান বৈধ সিট ধারীদের সিট স্ব-স্ব অবস্থানে নিশ্চিত করতে হবে। সিট নবায়নের ফি কমাতে হবে।

পরে দুপুর দেড়টার দিকে কলেজের আইনশৃঙ্খলা কমিটি ও হল পরিচালনা কমিটির আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা হলে থাকা ছাত্রদের সঙ্গে আলোচনা করে। এসময় সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকেল ৪টায় হল ত্যাগ করতে রাজি হন শিক্ষার্থীরা।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস

Read Entire Article