হলান্ডের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি

14 hours ago 10
ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড আবারও তার গোলমেশিন চালু করলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করে ম্যানচেস্টার সিটিকে জয়ে ফেরালেন তিনি আর ৩–১ ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানেও উঠে এসেছে পেপ গার্দিওলার দল। অ্যাস্টন ভিলার বিপক্ষে আগের ম্যাচে হার এবং গোলশূন্য থাকার পর সমালোচনায় ছিলেন হলান্ড। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে যেন আগুন হয়ে নেমেছিলেন নরওয়েজিয়ান তারকা। ম্যাচের ১৭ মিনিটে দলের নতুন তারকা রায়ান চেরকির মাথা ছুঁয়ে আসা বল দারুণ নিখুঁত ফিনিশে জালে জড়ান তিনি। তবে আট মিনিট পরই সমতায় ফেরে বোর্নমাউথ। কর্নার থেকে জিয়ানলুইজি দোন্নারুমার ভুল পাঞ্চের সুযোগ নিয়ে টাইলার অ্যাডামস জোরালো শটে বল পাঠান জালে। এটি ছিল যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডারের ইংলিশ ফুটবলে প্রথম গোল। এরপর আবারও হলান্ডের ম্যাজিক। চেরকির সঙ্গে দুর্দান্ত সমন্বয়ে ৩৫তম মিনিটে ডর্ডে পেত্রোভিচকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩, আর ক্লাব ও দেশের হয়ে মৌসুমে মোট ২৬ গোল। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের সুযোগও এসেছিল হলান্ডের সামনে, কিন্তু তার চিপ করা বলটি দারুণ সেভে ফিরিয়ে দেন পেত্রোভিচ। অন্যদিকে বোর্নমাউথের কিশোর ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি। সেই সুযোগের মাশুল দিতে হয় অতিথিদের। ৬০ মিনিটে নিকো ও'রেইলি দুর্দান্ত দৌড়ে উঠে ডান পায়ে নিচু শটে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৩–১ এ। শেষ পর্যন্ত সেই ব্যবধানেই মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে শীর্ষে থাকা আর্সেনালের পিছু নিয়েছে ম্যানচেস্টার সিটি, আর বোর্নমাউথ নেমে গেছে চতুর্থ স্থানে।
Read Entire Article