হলিউডে আরও এক বিচ্ছেদ

সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী ও কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তার স্বামী ক্রিস ফিশার। ৪৪ বছর বয়সী এই তারকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেন। নিজের বিবৃতিতে অ্যামি শুমার জানান, এই বিচ্ছেদটি সৌহার্দপূর্ণ এবং তারা দুজনই তাদের ছয় বছর বয়সী ছেলে জিনকে একসঙ্গে লালন-পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন। ইনস্টাগ্রামে একসঙ্গে তোলা একটি ছবির সঙ্গে শুমার লিখেন, ‘ব্লা ব্লা ব্লা… সাত বছর পর ক্রিস আর আমি আমাদের বিয়ের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং আমাদের ছেলেকে বড় করে তোলার দিকেই মনোযোগ দেব। এই সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়টি সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি।’ ২০১৭ সালের শেষ দিকে অ্যামি শুমার ও পেশাদার শেফ ক্রিস ফিশারের সম্পর্ক শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়, এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার মালিবুতে এক ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শুমার তাদের সম্পর্কের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে বলেছিলেন, বিয়ের

হলিউডে আরও এক বিচ্ছেদ
সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী ও কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তার স্বামী ক্রিস ফিশার। ৪৪ বছর বয়সী এই তারকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেন। নিজের বিবৃতিতে অ্যামি শুমার জানান, এই বিচ্ছেদটি সৌহার্দপূর্ণ এবং তারা দুজনই তাদের ছয় বছর বয়সী ছেলে জিনকে একসঙ্গে লালন-পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন। ইনস্টাগ্রামে একসঙ্গে তোলা একটি ছবির সঙ্গে শুমার লিখেন, ‘ব্লা ব্লা ব্লা… সাত বছর পর ক্রিস আর আমি আমাদের বিয়ের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং আমাদের ছেলেকে বড় করে তোলার দিকেই মনোযোগ দেব। এই সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়টি সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি।’ ২০১৭ সালের শেষ দিকে অ্যামি শুমার ও পেশাদার শেফ ক্রিস ফিশারের সম্পর্ক শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়, এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার মালিবুতে এক ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শুমার তাদের সম্পর্কের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে বলেছিলেন, বিয়ের আগে প্রায় ছয় মাস তারা বন্ধু ছিলেন। সে সময় রসিকতা করে তিনি বলেছিলেন, ‘আমরা খুব দ্রুতই কাজে নেমে পড়েছিলাম।’ নতুন এই অধ্যায়ে পা রাখলেও, অ্যামি শুমার ও ক্রিস ফিশার দুজনই তাদের সন্তান ও পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow