হলিউডে কেন এত জনপ্রিয় টম ক্রুজের নারকেল কেক

1 month ago 7

অনেকেই মজা করে বলে থাকেন যে, হলিউডে সফল হওয়ার প্রকৃত চিহ্ন একটি অস্কার পাওয়া বা বিলবোর্ডে ছবি প্রকাশ হওয়া নয়, বরং টম ক্রুজের কাছ থেকে নারকেল কেক পাওয়া বেশি সাফল্যের বা উপভোগের। এই কেকটি এতই জনপ্রিয় যে, প্রাপকদের মধ্যে অনেকে এই কেক পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন এবং এটি এক প্রকার উদযাপনের বিষয় হয়ে ওঠেছে হলিউডে।

শুধু তাই নয়, টম ক্রজের কাছ থেকে এই কেক পাওয়াটা হলিউডে ‌‘মর্যাদার প্রতীক’ হিসেবে বিবেচিত হয়।

টম ক্রুজের নারকেল কেক বেশ সুস্বাদু। টম ক্রুজ প্রতি বছর তার বন্ধু, সহকর্মী এবং পরিবারের সদস্যদের জন্য এই কেক পাঠিয়ে থাকেন। বিশেষ করে ক্রিসমাসের সময় তিনি উপহারটি পাঠান। এই কেকটি তৈরি করে ডোয়ান'স বেকারি যা ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসে অবস্থিত।

অনেক তারকা এই কেক পেয়ে নিজেদের গর্বিত বলে মনে করেন। অনেকে আবার কেকটি না পাওয়ার জন্য মনও খারাপ করেন। তারকাদের এই তালিকা বেশ বড়। যেমন কির্স্টেন ডানস্ট ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে টম ক্রুজের সাথে কাজ করার পর থেকেই কেক প্রাপ্তির তালিকায় রয়েছেন। তিনি গ্রাহাম নরটনের শোতে ২০১৬ সালে বলেন, ‘টম আমাকে প্রতি ক্রিসমাসে একটি কেক দেন। আমরা এটিকে আমাদের বাড়িতে 'ক্রুজ কেক' বলি। এটি পৃথিবীর সেরা নারকেল কেক। এটি পাওয়ার মধ্যে আলাদা মর্যাদা কাজ করে।’

ডানস্টের স্বামী জেসি প্লেমন্সও ক্রুজের সাথে ‘এমেরিকান মেইড’ ছবিতে কাজ করেছেন। তখন থেকে তিনিও কেকটি পাচ্ছেন। তাই ডাস্টন মজা করে চলতি বছর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এখন দুটি কেক পাই। আমাদের কেক শেষ হয় না।’

‘টপ গান: মেভেরিক’ ছবির তারকা গ্লেন পাওয়েল কেক পেয়ে তার বাড়িতে পার্টি করে সেটা উদযাপন করেন। অ্যাঞ্জেলা বাসেট এবং রেয়মন লি তাদের আলোচনায় একমত ছিলেন যে এটি তাদের জীবনে সবচেয়ে সুস্বাদু কেক ক্রুজের দেয়া কেকটি।

হেইলি অ্যাটওয়েল ২০২৩ সালে তার ইনস্টাগ্রাম স্টোরিতে টম ক্রুজের পাঠানো সুন্দরভাবে মোড়ানো একটি কেকের ছবি শেয়ার করেন। কেকটির সঙ্গে চিরকুটে লেখা ছিল, ‘এই ছুটির মৌসুমে সর্বোত্তম শুভেচ্ছা, টম ক্রুজ।’

টম ক্রুজ এবং রোজি ও'ডোনেল ২৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধু। প্রতি বছর ক্রিসমাসে বন্ধুকে বিশেষ কেকটি পাঠান ক্রুজ। সেই কেক পেয়ে রোজি অনুভব করেন ছুটির মৌসুম চলে এসেছে। কেকটিকে তিনি জীবনের সেরা একটি অনুষঙ্গ বলে মনে করেন।

এছাড়াও ‘টপ গান: মেভেরিক’ ছবিতে টমের সহশিল্পী জে এলিস গত বছর মেক্সিকোতে একটি নারকেল কেক নিয়ে গিয়েছিলেন। সেটি ছিল টমের দেয়া উপহার। আরেক তারকা গ্রাহাম নরটন কেক পেয়ে দাবি করেছিলেন, ‘আমি জানতাম না আমরা ‘টম ক্রুজ কেক’ তালিকায় আছি। এটা সম্মানের।’

টম ক্রুজের কেক গ্রহণকারী অন্য একজন হলেন ব্রুক শিল্ডস। তিনি বলেন, ‘আমি ১০ বছর এই কেক পাওয়ার তালিকায় ছিলাম। প্রতি বছর নারকেল কেকটি পেতাম। আমি আবার সেই তালিকায় থাকতে চাই।’

এলএ/এমএস

Read Entire Article