হলিউডে নতুন প্রেমের গুঞ্জন

15 hours ago 6
হলিউডে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হতেই ভক্তরা এখন কৌতূহলী—তারা কি নতুন তারকা জুটি হতে চলেছেন? ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে একসঙ্গে গোপনে ডেট করতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস তাকে চমকে দিতে ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন। সেই ভিডিওতে কোল্ডপ্লে গায়ক বলেন, ‘আমি ক্রিস, কোল্ডপ্লে থেকে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমার দিনটি দারুণ কাটুক।’ এরপর সোফির দিকে একটি চুমু ছুড়ে দেন তিনি। আবেগে আপ্লুত সোফি তখন বলেন, ‘আমি কিন্তু ক্যামেরার সামনে কাঁদব না।’ সময়ের পরিক্রমায় সম্পর্কের সমীকরণ বদলে গেছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের বিচ্ছেদ ঘটে চলতি বছরের জুনে। এর আগে মার্টিনের সাবেক স্ত্রী ছিলেন গুইনেথ প্যালট্রো, যাদের দুটি সন্তান—অ্যাপল ও মজেস। অন্যদিকে, সোফি টার্নার ২০২৩ সালে জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর তিনি ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেটিও সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। আর তার ঠিক পরের সপ্তাহেই ক্রিস মার্টিনের সঙ্গে সোফির সেই আলোচিত সাক্ষাৎ ঘটে। এ সম্পর্ক নিয়ে এখনো কেউ মুখ খোলেননি। সোফির প্রতিনিধি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর মার্টিনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  
Read Entire Article