হলে অসুস্থ ঢাবি ছাত্রীর হাসপাতালে মৃত্যু

1 week ago 12
হঠাৎ অসুস্থ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের শিক্ষার্থী লিজা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানোর চেষ্টা করা হয়। সেখানে সিট ফাঁকা না থাকায় ভর্তি করানো হয় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না। না ফেরার দেশে চলে গেলেন তিনি। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মারা যান তিনি। লিজা ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে বলেন, তাকে প্রথমে ঢামেকে আইসিইউতে ভর্তি করানোর চেষ্টা করা হয় কিন্তু সিট ফাঁকা না পেয়ে পরবর্তীতে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও তাকে বাঁচানো গেল না। ভোরে মারা যান লিজা। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে লিজার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর ও লিজার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Read Entire Article