‘হা হা’ ইমোজি দিয়ে মধ্যরাতে ভিপি প্রার্থী উমামার পোস্ট

5 hours ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ‘হা হা’ ইমোজি দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। 

নিজের সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘চলিতেছে সার্কাস । কে কে দেখতেসেন?!’ উমামা ফাতেমা এমন স্ট্যাটসে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে অনেকেই নানা মন্তব্য করছে। 

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করার ঘোষণা দেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ স্ট্যাটাস দেন তিনি। আবিদ লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এর আগে, সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল ব্যাপক কারচুপির অভিযোগ আনে। আবিদুল ইসলাম বলেন, এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।

Read Entire Article