‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ কর্মীর
ফেসবুকের একটি পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে কেন্দ্র করে বাঙলা কলেজ শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম (২৫) সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, বিবাদী শাহরিয়ার হোসাইন সান (২৫), যিনি ঢাকার দারুস সালাম আনসার ক্যাম্পে অবস্থান করেন এবং ফেসবুক একাউন্ট (Shahriar Hossain Sun) ব্যবহার করেন, তার একটি ফেসবুক পোস্টে ‘হা হা রিয়েক্ট’ দেওয়ার জেরে মেসেঞ্জারে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
ভুক্তভোগী দাবি করেন, গত ১৫ আগস্ট বিবাদী প্রথমবার তাকে ফেসবুক লাইভে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করেন। শাহরিয়ার মুসতাকিম তা অস্বীকার করলে বিবাদী ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দেন।
পরে ১৭ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিবাদী আবারও মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় জানান।
ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম বলেন, শাহরিয়ার হোসাইন সান ছাত্রলীগের সক্রীয় কর্মী ছিলেন। শুধু একটি ফেসবুক রিয়েক্টকে কেন্দ্র করে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।