বর্তমানে ফুটবলারদের আতঙ্ক ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি (এসিএল)। আর এই ইনজুরিতেই ভুগছিলেন ১৮ বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলার কামিলো নুইনের। এই ইনজুরি থেকে মুক্তি পেতে হাঁটুর সার্জারি করানোর সিদ্ধান্ত নেন তিনি। সার্জারি করার সময় মারা গেছেন তরুণ এই ফুটবলার।
আর্জেন্টিনার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতেন নুইন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সান তেলমো ক্লাবের মিডফিল্ডার কামিলো নুইন আর্জেন্টিনার... বিস্তারিত