হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

3 months ago 28

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে আব্দুর রহিম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা ও পেশায় শ্রমিক। তার সংসারে স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আব্দুর রহিমের আত্মীয় লিলি আক্তারের একটি হাঁস পুকুরে ছিল। লিলি তাকে পুকুর থেকে হাঁসটি উদ্ধার করতে বলেন। তিনি গিয়ে পুকুরে থাকা হাঁসটি ধরার চেষ্টা করেও পারেননি। পরে হাঁস ধরতে তিনি পুকুরে নেমে আর উঠে আসেননি। পানিতে ডুবে যান। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা পুকুর থেকে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/জেডএইচ/জেআইএম

Read Entire Article