হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

শুরু হলো বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার কেন্দ্রীয় দাওরায়ে হাদিস পরীক্ষা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান। তিনি বলেন, এ বছর সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ১১.৩০টা পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তিরমিজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (২৮ জানুয়ারি) মুসলিম প্রথম পত্র, ২৯ জানুয়ারি বোখারি প্রথম পত্র, ৩০ জানুয়ারি তিরমিজি দ্বিতীয় ও শামায়েল, ৩১ জানুয়ারি বোখারি দ্বিতীয় পত্র, ০১ ফেব্রুয়ারি মুসলিম দ্বিতীয় পত্র, ০২ ফেব্রুয়ারি আবু দাউদ, ০৩ ফেব্রুয়ারি নাসাঈ ও ইবনে মাজাহ, ০৪

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

শুরু হলো বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার কেন্দ্রীয় দাওরায়ে হাদিস পরীক্ষা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

তিনি বলেন, এ বছর সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।

বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ১১.৩০টা পর্যন্ত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তিরমিজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (২৮ জানুয়ারি) মুসলিম প্রথম পত্র, ২৯ জানুয়ারি বোখারি প্রথম পত্র, ৩০ জানুয়ারি তিরমিজি দ্বিতীয় ও শামায়েল, ৩১ জানুয়ারি বোখারি দ্বিতীয় পত্র, ০১ ফেব্রুয়ারি মুসলিম দ্বিতীয় পত্র, ০২ ফেব্রুয়ারি আবু দাউদ, ০৩ ফেব্রুয়ারি নাসাঈ ও ইবনে মাজাহ, ০৪ ফেব্রুয়ারি ত্বহাবি এবং ০৫ ফেব্রুয়ারি মুওয়াত্তাআন পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় এই পরীক্ষা উপলক্ষে বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেগরান, মাদ্রাসা ও মারকাজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীলদের কাছেও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow