হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমানের কক্ষের সামনে তার নামফলক লাল রং দিয়ে ঢেকে দিয়েছিলেন কয়েকজন আইনজীবী। নামফলকের পাশে লিখেও দেওয়া হয়েছিল ‘হাসিনার দোসর’।
বুধবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় এমন ঘটনা ঘটেছে। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন তাৎক্ষণিক ওই লেখা ঢেকে দেয় সাদা রঙে। খুলে ফেলা হয় নামফলক।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, এদিন দুপুর ১টা ৪৫ থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। সাত থেকে আটজন আইনজীবী পোশাক পরে ও মুখে মাস্ক লাগিয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের কক্ষের সামনে আসেন। তারা হাতে থাকা লাল রঙের স্প্রে দিয়ে কক্ষের দেওয়ালে ‘হাসিনার দোসর’ লিখে দেন। একই সঙ্গে তার নামফলকও লাল রং দিয়ে ঢেকে দেন তারা।
সূত্রটি জানায়, এ সময় কক্ষের ভেতর থেকে কাউকে বাইরে আসতে দেওয়া হয়নি। সব মিলিয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনা ঘটিয়ে চলে যান তারা। ওই ব্যক্তিদের মুখে মাস্ক থাকায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় সূত্রটি।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাগুলো অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা পাইনি।
এফএইচ/বিএ/এএসএম