গতকাল পর্দা নেমেছে টোকিওতে অনুষ্ঠিত হওয়া ২০তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সমাপনী দিনে টোকিওয়ের আকাশ ছিল মেঘাছন্ন। মাঝে মধ্যে আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। সাধারণত বৃষ্টির মধ্যে হাইজাম্প করাটা তুলনামূলক ভাবে কঠিন। ভেজা ট্র্যাকে দৌড়াতে কিংবা লাফাতে বেগ পেতে হয় অ্যাথলেটদের। তবে গতকাল যেন সেসবকে তোয়াক্কাই করলেন না অস্ট্রেলিয়ার নারী অ্যাথলেট নিকোলো অলিস্লাগার্স।
নারী হাইজাম্প ইভেটে ভেজা... বিস্তারিত