আসামি দেশ ছাড়ার পর হুঁশ ফেরে দুর্নীতি দমন কমিশনের (দুদক), এ অভিযোগ পুরোনো। ফের একই চিত্র দেখা গেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বিদেশে পালিয়ে যাওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, আসামিদের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন। এজন্য বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। এদিকে বিদেশে অবস্থান করলেও এ তথ্য নেই দুদকের কাছে।