হাজতে নিজের হাত নিজে কাটলেন আসামি

1 month ago 30

চট্টগ্রাম আদালতে হাজতে থাকা নয়ন নামে এক আসামি হাত কেটে নিজেকে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। তিনি নগরের ইপিজেড থানার একটি মামলার আসামি।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে তাকে ওই মামলায় নারী ও শিশু ট্রাইব্যুনালে আনা হলে এমন ঘটনা ঘটান তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে বলেন, টয়লেটে থাকা সিসিটিভি ফুটেজে বিষয়টি শনাক্ত করি। এতে দেখা যায়, নয়ন নামে এক আসামি টয়লেটে গিয়ে দেয়ালের টাইলসের ধারালো একটি অংশে নিজের হাত কয়েকবার ঘঁষা দিচ্ছেন। এরপর হাত কেটে রক্তক্ষরণ হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। এখন তিনি হাজতেই আছে।

Read Entire Article