হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

7 hours ago 10

প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে রুবী ফুড প্রোডাক্টস লিমিটেড ও বিএসএম এসেন্সিয়াল লিমিটেডের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী এবং রুবী ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল মাসুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালত-৩ এ মামলাটি করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ইমতিয়াজুল হক।  

মামলার আরজি পর্যালোচনায় দেখা যায়, নামমাত্র মূল্যের জমি বন্দক দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খাতুনগঞ্জ শাখা ২০১৭ সালে ওই ঋণ নেওয়া হয়।

অন্যদিকে আকতার এন্টারপ্রাইজের মালিক নুর-উন-নবীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।

গত ৩ নভেম্বর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার আবেদনের প্রেক্ষিতে অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের প্যানেল আইনজীবী আলী আজগর চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, আকতার এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে ১৩০ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৮০৩ টাকার পাওনা আদায়ের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখা মামলা দায়ের করেন। মামলায় নুর-উন-নবীসহ, চেয়ারম্যান, বন্দকদাতা ও ঋণের সুবিধা ভোগীদের বিবাদী করা হয়। বর্তমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্তিতির সুযোগ নিয়ে বিবাদীগণ ব্যাংক তথা সরকারি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারে। 

ন্যায় বিচারের স্বার্থে ব্যাংক বিষয়টি আদালতের নজরে আনলে ৩ নম্বর বিবাদী আকতার এন্টারপ্রাইজের মালিক নুর-উন-নবীর দেশত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আদেশ দেন। এবং অন্যান্য বিবাদীদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন আদালত।

Read Entire Article