হাজারীবাগে শিশু ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার

2 hours ago 8

রাজধানীর হাজারীবাগে ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আকরাম হোসেন ওরফে রবিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজারীবাগের বউবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব ২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, ৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী শিশু খালার বাসায় যাওয়ার পথে বৌবাজার এলাকায় রবিনসহ ৬-৮ জন বখাটে পথরোধ করে। এরপর তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুর বাবা রবিনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-২ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজারীবাগ বউবাজার এলাকা থেকে রবিনকে গ্রেফতার করে।

টিটি/জেডএইচ/

Read Entire Article