হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত চিলমারীর জনপদ

2 months ago 34

হাড়কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের চিলমারীর জনপদ। কয়েক দিন থেকে এ অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত কমছে জেলার তাপমাত্রা। তবে দিনের তুলনার রাতের তাপমাত্রা অনেকাংশে কম।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে সূর্যের দেখা মিললেও কিছুক্ষণ পরই ফের কুয়াশায় আছন্ন হয়ে পড়ে চারপাশ। তবে ভোর থেকেই অনেক কর্মজীবী মানুষ শীত উপেক্ষা করেই কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েন। 

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, শীতবস্ত্রের জন্য কিছু বরাদ্দ পাওয়া গেছে। আরও চাহিদা পাঠানো হয়েছে।

Read Entire Article