হাত গোটাচ্ছে আমেরিকা, ইউরোপের দরজায় জেলেনস্কি

1 month ago 26

রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ‘ইউরোপের সেনাবাহিনী’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের অধীনে থাকা আমেরিকা এখন আর ইউরোপের নিরাপত্তার জন্য এগিয়ে নাও আসতে পারে, এমন উদ্বেগের মধ্যেই এ মন্তব্য করলেন তিনি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটা স্পষ্ট করে দিয়েছেন যে, ইউরোপ এবং আমেরিকার মধ্যে পুরোনো সম্পর্ক ‘শেষ হয়ে যাচ্ছে’ এবং ইউরোপকে এখন এই বিষয়টির সাথে মানিয়ে নিতে হবে।

এ সময় ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও ‘আমাদের বাদ দিয়ে পেছনে করা চুক্তি কখনোই মেনে নেবে না’ ইউক্রেন।

গেল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন। তারা পুতিন ও ট্রাম্পের বৈঠকের আয়োজনের আগে দু-দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের একটি বৈঠক করতে যাচ্ছেন। আর এ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। 

এর আগে, এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রায় তিন বছরের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটে। এ ছাড়া শনিবার ইউক্রেনে ট্রাম্পের বিশেষ দূতও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সে আলোচনায় অংশ নেবে না ইউরোপ, তবে তাদের সঙ্গে পরামর্শ করা হবে। 

 

Read Entire Article