হাতকড়া আর ‘যমটুপি’ পরিয়ে নেওয়া হতো টয়লেটে: আমান আযমী

2 hours ago 4

শেখ হাসিনা সরকারের ‘আয়নাঘর’ নামক বন্দিশালায় দীর্ঘ আট বছর বন্দি থাকার পর গত বছরের ৬ আগস্ট মুক্তি পান সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

শনিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বন্দিজীবন নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন আমান আযমী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার বন্দি জীবনে যে সেলে আমাকে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটটা ছিল আনুমানিক ৪৫/৫০ কদম দূরে। টয়লেটে যেতে হলে হাতে হাতকড়া পরিয়ে, মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ওপর থেকে ঘাড় পর্যন্ত যমটুপির মতো কালো মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া-আসা করত। পরের দিকে অবশ্য তার অব্যাহত অভিযোগের চাপে মুখোশ পরানো বন্ধ করেছিল বলে তিনি জানান।

তিনি দাবি করেন, ২৯০৮ দিনে প্রায় ৪১ হাজার বার তার চোখ-হাত বাঁধা হয়েছে আমার। পৃথিবীর ইতিহাসে বোধ হয় এই রেকর্ড আর নেই। কত নির্মম হতে পারে জালেমরা! মহান আল্লাহ বলেছেন, ‘আমি জুলুম হারাম করেছি’। আখেরাতে এই জালিমদের কি পরিণতি হবে বলে মনে করেন?

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট রাতে আবদুল্লাহিল আমান আযমীকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এরপর ২০২৪ সালের ৬ আগস্ট মুক্ত হন তিনি।

Read Entire Article