গুডিসন পার্কে শেষ মার্সিসাইড ডার্বি হলো ঘটনাবহুল। যুতসই সমাপ্তি টানলো এভারটন। স্টপেজ টাইমে গোল করে লিভারপুলের সঙ্গে নাটকীয় ড্র করলো তারা।
ম্যাচটি শেষ হলো কুৎসিতভাবে। দুই দলই জড়িয়ে পড়লো হাতাহাতিতে। লিভারপুল দর্শকের সামনে এভারটনের আব্দুলায়ে ডোকুর উস্কানিমূলক উদযাপন করলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রেফারি মাইকেল অলিভার দেখান চারটি লাল কার্ড- লিভারপুলের কুর্টিস জোন্স, কোচ আর্নে স্লট ও সহকারী... বিস্তারিত