হাতি দিয়ে চাঁদাবাজি, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

2 weeks ago 11

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হাতি দিয়ে বিভিন্ন যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুটি হাতিসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে হাতি ব্যবহার করে বেশ কিছুদিন থেকে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। বিভিন্ন জায়গা থেকে হাতি নিয়ে এসে উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই চাঁদাবাজি করে আসছিল চক্রটি। এতে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী, সিএনজি অটোরিকশাচালক ও সাধারণ মানুষ। শেষমেশ স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে দুটি হাতি ও তিন মাহুতকে আটক করে। 

পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হাতি দুটিসহ ঘটনায় জড়িত তিন মাহুতকে পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।

ব্রাহ্মণপাড়া থানার এসআই কমল সরকার বলেন, চাঁদাবাজির খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি হাতিকে উদ্ধার করা হয়। তবে হাতি রাখার ব্যবস্থা না থাকায় ঘটনাস্থল থেকে আটক তিন মাহুতকে মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করে তাদের নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

Read Entire Article