হাতে হাত রেখে এগোতে চায় ইরান-পাকিস্তান 

3 months ago 13

পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে। খবর জিও নিউজের। 

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐক্যমত্যে পৌঁছানো হয়।

পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ, যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে, যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে, তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয়।

দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না—কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে, আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে।

এখনকার সময়ে, পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাচ্ছে। উভয় দেশই একে অপরের শক্তি হিসেবে নিজেদের দেখছে এবং তাদের সম্পর্ক আরও মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
 

Read Entire Article