হাদি তোমার জন্য মনটা অস্থির হয়ে আছে: আসিফ আকবর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, হাদি আমাকে মাঝে মাঝে ফোন করতো, টেক্সট দিতো। দেশপ্রেমের অগ্নিস্ফুলিঙ্গ এই শরীফ ওসমান হাদি। এই হাদিরা হেরে গেলে কাঙ্খিত নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে। ‘আজ হাদি মৃত্যুশয্যায় জীবনযুদ্ধে আছে। সারাদেশে জন্ম নিয়েছে লাখো লাখো হাদি। এই হাদিরা হারিয়ে যাবার জন্য আসেনি। বাংলাদেশের তথাকথিত সুশীলসমাজ, বুদ্ধিজীবী সাহিত্যিক, শিল্পী, মিডিয়া কর্মীরা সবসময় ঝোপ বুঝে কোপ মারায় ওস্তাদ। তাদের একপাক্ষিক আবর্জনাময় দেশপ্রেম তরুন প্রজন্ম ধরে ফেলেছে।’ আসিফ আকবর আরও লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমিক হাদির গুলিবিদ্ধ হওয়ার পর উনাদের কোন প্রতিক্রিয়াই চোখে পড়েনি। সবাই যেন টিনের চশমা চোখে দিয়ে একেকটা উট পাখী হয়ে আছে। ‘হাদি তোমার জন্য মনটা অস্থির হয়ে আছে। তুমি বলেছিলে আমার ছোট ছেলের বিয়েতে আসবে। তুমি ফিরে আসো হাদি, তোমাকে ফিরে আসতে হবে। তোমার অপেক্ষায় একটা প্রজন্ম এবং আমরা। আল্লাহর কাছে তোমার জীবন ভিক্ষা চাই।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, হাদি আমাকে মাঝে মাঝে ফোন করতো, টেক্সট দিতো। দেশপ্রেমের অগ্নিস্ফুলিঙ্গ এই শরীফ ওসমান হাদি। এই হাদিরা হেরে গেলে কাঙ্খিত নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে।
‘আজ হাদি মৃত্যুশয্যায় জীবনযুদ্ধে আছে। সারাদেশে জন্ম নিয়েছে লাখো লাখো হাদি। এই হাদিরা হারিয়ে যাবার জন্য আসেনি। বাংলাদেশের তথাকথিত সুশীলসমাজ, বুদ্ধিজীবী সাহিত্যিক, শিল্পী, মিডিয়া কর্মীরা সবসময় ঝোপ বুঝে কোপ মারায় ওস্তাদ। তাদের একপাক্ষিক আবর্জনাময় দেশপ্রেম তরুন প্রজন্ম ধরে ফেলেছে।’
আসিফ আকবর আরও লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমিক হাদির গুলিবিদ্ধ হওয়ার পর উনাদের কোন প্রতিক্রিয়াই চোখে পড়েনি। সবাই যেন টিনের চশমা চোখে দিয়ে একেকটা উট পাখী হয়ে আছে।
‘হাদি তোমার জন্য মনটা অস্থির হয়ে আছে। তুমি বলেছিলে আমার ছোট ছেলের বিয়েতে আসবে। তুমি ফিরে আসো হাদি, তোমাকে ফিরে আসতে হবে। তোমার অপেক্ষায় একটা প্রজন্ম এবং আমরা। আল্লাহর কাছে তোমার জীবন ভিক্ষা চাই।’
What's Your Reaction?