হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার কাজে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এটর্নি জেনারেল সমমর্যাদায় একজন স্পেশাল প্রসিকিউটর এডভাইজর নিয়োগ দিয়েছে সরকার। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। গত ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার গুলিবিদ্ধ হওযার বিষয়ে ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৯। গত ১২ ডিসেম্বর মামলাটি রুজু করা হয়।  ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপির অধীনে এই মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটি দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায শরীফ ওসমান বিন হাদী হত্যাকান্ডের প্রেক্ষিতে পল্টন থানায রুজুকৃত মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তা/ তদন্ত সংশ্লিষ্টদের এবং পরবর্তীতে বিজ্

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার কাজে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এটর্নি জেনারেল সমমর্যাদায় একজন স্পেশাল প্রসিকিউটর এডভাইজর নিয়োগ দিয়েছে সরকার। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। গত ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার গুলিবিদ্ধ হওযার বিষয়ে ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৯। গত ১২ ডিসেম্বর মামলাটি রুজু করা হয়। 

ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপির অধীনে এই মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটি দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায শরীফ ওসমান বিন হাদী হত্যাকান্ডের প্রেক্ষিতে পল্টন থানায রুজুকৃত মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তা/ তদন্ত সংশ্লিষ্টদের এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে বিচারকালে বিচার সংশ্লিষ্ট প্রসিকিউশন টিমকে প্রযোজনীয আইনি পরামর্শ প্রদানের জন্য আপনাকে (এহসানুল হক সমাজী) নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো। তার এ নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সমান। অর্থাৎ তিনি এটর্নি জেনারেলের সমান সুযোগ সুবিধা ভোগ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow