হাদি হত্যার বিচার দাবিতে শাহ আমানত সেতু অবরোধ

শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা। দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নেন সংগঠনের কয়েকশ নেতাকর্মী। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে।অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার মূল আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দেন।ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলে।জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, দুপুর থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যার সময় অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।এর আগে শনিবার বিকেলে ন

হাদি হত্যার বিচার দাবিতে শাহ আমানত সেতু অবরোধ

শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা। দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নেন সংগঠনের কয়েকশ নেতাকর্মী। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার মূল আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দেন।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলে।

জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, দুপুর থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যার সময় অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

এর আগে শনিবার বিকেলে নগরীর ব্যস্ততম নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গত শুক্রবার ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে মিছিল বের করা হয়।

গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow