হাদিকে গুলির ঘটনা যারা নির্বাচন চায় না, তারাই ঘটিয়েছে: সালাহউদ্দিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনা যারা নির্বাচন চায় না, তারাই ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, একটি অপশক্তি দেশের ভেতরে ও বাইরে সক্রিয় রয়েছে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে। বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়, তাহলে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। ইনকিলাব মঞ্চ ঘোষিত কর্মসূচির বিষয়

হাদিকে গুলির ঘটনা যারা নির্বাচন চায় না, তারাই ঘটিয়েছে: সালাহউদ্দিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনা যারা নির্বাচন চায় না, তারাই ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি অপশক্তি দেশের ভেতরে ও বাইরে সক্রিয় রয়েছে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়, তাহলে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চ ঘোষিত কর্মসূচির বিষয়ে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। এসব কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ক্ষেত্রে সরকারের দায়িত্বের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, সরকার, রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow