হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, পুরস্কার ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সম্পর্কে কোনো তথ্য থাকলে তা জানাতে জনগণকে আবেদন করা হচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্তভাবে পুরস্কৃত করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে হামলাকারীদের ধরতে জোর অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারে চেষ্টা করছে। পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, উক্ত ব্যক্তির অবস্থান বা কোনো তথ্য থাকলে তা দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সম্পর্কে কোনো তথ্য থাকলে তা জানাতে জনগণকে আবেদন করা হচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্তভাবে পুরস্কৃত করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে হামলাকারীদের ধরতে জোর অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারে চেষ্টা করছে।
পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, উক্ত ব্যক্তির অবস্থান বা কোনো তথ্য থাকলে তা দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হচ্ছে।
What's Your Reaction?