হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু

গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তপশিলের পরদিনই হাদির ওপর এই হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে দেশবাসী মনে করে। শনিবার (১৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব আবু ইউসুফ সেলিম এ কথা বলেন।  বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওসমান হাদি জীবন বাজি রেখে সামনে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, ছাত্রদেরকে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন। তিনি ভারতীয় আগ্রাসনের ঘোরতরবিরোধী কণ্ঠস্বর। চব্বিশের ৫ আগস্টের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত, তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন। হাদি কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে যখন প্রচার-প্রচারণায় ব্যস্ত, ঠিক তখনই তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  তারা আরও বলেন, আমরা অবিলম্বে হামল

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু

গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তপশিলের পরদিনই হাদির ওপর এই হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে দেশবাসী মনে করে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব আবু ইউসুফ সেলিম এ কথা বলেন। 

বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওসমান হাদি জীবন বাজি রেখে সামনে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, ছাত্রদেরকে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন। তিনি ভারতীয় আগ্রাসনের ঘোরতরবিরোধী কণ্ঠস্বর। চব্বিশের ৫ আগস্টের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত, তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন। হাদি কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে যখন প্রচার-প্রচারণায় ব্যস্ত, ঠিক তখনই তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তারা আরও বলেন, আমরা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভাসানী জনশক্তি পার্টি মনে করে, এই হামলার পিছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। এ হামলার মাধ্যমে নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow