হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো নিয়ে যা বলছে বিজিবি

বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীরা ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ঘটনার দিন থেকেই সতর্ক অবস্থান নেয় বিজিবি। তিনি বলেন, হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না এটি নিশ্চিত নয়। তবে গোয়েন্দা তথ্য আছে, নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশি যুবককে ভারতে পাচার করেছে। তারাই হামলাকারী কি না তা নিশ্চিত হতে ফিলিপ স্নালকে খুঁজছে বিজিবি। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার। এর আগে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ির সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি সদস্য। সম্ভাব্য পাচারের রুট এবং পাচারকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়। এরই মধ্যে গুঞ্জন ওঠে, ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীর। এটি আরও জোরাল হয় শনিবার রাতে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে চারজনকে আটকের পর। শনিবার (১৩

হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো নিয়ে যা বলছে বিজিবি
বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীরা ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ঘটনার দিন থেকেই সতর্ক অবস্থান নেয় বিজিবি। তিনি বলেন, হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না এটি নিশ্চিত নয়। তবে গোয়েন্দা তথ্য আছে, নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশি যুবককে ভারতে পাচার করেছে। তারাই হামলাকারী কি না তা নিশ্চিত হতে ফিলিপ স্নালকে খুঁজছে বিজিবি। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার। এর আগে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ির সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি সদস্য। সম্ভাব্য পাচারের রুট এবং পাচারকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়। এরই মধ্যে গুঞ্জন ওঠে, ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীর। এটি আরও জোরাল হয় শনিবার রাতে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে চারজনকে আটকের পর। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে আটক করা হয় ফিলিপ স্নালের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা ও সিবিরন দিওকে। এ ছাড়া রোববার রাতে বেঞ্জামিন চিরান নামে আরও একজনকে আটক করে বিজিবি। সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ স্নাল ভালো বলতে পারবেন। ফিলিপ স্নালকে আটক করা গেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আদৌ পাচার হয়েছে কি না, তা জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow