হাদির খুনি ফয়সালের অবস্থান জানালেন ডিবিপ্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছেন বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সম্প্রতি ভাইরাল হওয়া দুটি ভিডিওতে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই। কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলোর সত্যতা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেই দুবাই অবস্থান করছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিবিপ্রধান বলেন, ‘ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি সে ভারতে আছে।’ তিনি বলেন, ‘আমরা ১৭ জনের নামে চার্জশিট দিয়েছি। তাদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পাঁচজন হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর

হাদির খুনি ফয়সালের অবস্থান জানালেন ডিবিপ্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছেন বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি ভাইরাল হওয়া দুটি ভিডিওতে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই।

কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ।

ফয়সালের ভিডিওগুলোর সত্যতা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেই দুবাই অবস্থান করছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিবিপ্রধান বলেন, ‘ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি সে ভারতে আছে।’

তিনি বলেন, ‘আমরা ১৭ জনের নামে চার্জশিট দিয়েছি। তাদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পাঁচজন হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানবপাচারকারী ফিলিফ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সালের বোন জেসমিন।’

তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow