হাদির ছেলে জানেনা সে এতিম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে হাদি ও তার ছেলে ছবি দিয়ে নানা মন্তব্য করা হয়েছে। অনেকে কমেন্ট বক্সেও মন্তব্য করেছেন। অল স্টুডেন্ট অব বাংলাদেশ এসএসসি ১৯৭২-২০২৬-এর ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়েছে, বাচ্চাটার দিকে তাকান! কি মায়াবী না? ও হাদি ভাই এর ছেলে। ও কি জানে ফজরের সময় ওর বাবা ওকে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে আসতো! এই পাখিটা বাবা ছাড়া বড় হবে; হোক! অনেক বড় হোক। মায়া নামের ফেসবুক পেইজ থেকে বলা হয়েছে, বাংলাদেশ হাদির কাছে ঋণী হয়ে থাকবে আজীবন। এতিম হয়ে গেল বাচ্চাটা। রবি হাসান নামে একজন কমেন্টে লিখেছেন, হাদি ভাইয়ের কি নেক নসিব দেখেন, গু-লি-বি-দ্ধ হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর, দুনিয়া থেকে বিদায় নিলেন জুমার রাতে, উনার জানাজা হবে পবিত্র শুক্রবারে, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে জুমার দিনে ডাকেন, জুমার দিনে গু-লি-বি-দ্ধ..জুমার রাতেই শহীদ উসমান হাদী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে হাদি ও তার ছেলে ছবি দিয়ে নানা মন্তব্য করা হয়েছে। অনেকে কমেন্ট বক্সেও মন্তব্য করেছেন।
অল স্টুডেন্ট অব বাংলাদেশ এসএসসি ১৯৭২-২০২৬-এর ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়েছে, বাচ্চাটার দিকে তাকান! কি মায়াবী না? ও হাদি ভাই এর ছেলে। ও কি জানে ফজরের সময় ওর বাবা ওকে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে আসতো! এই পাখিটা বাবা ছাড়া বড় হবে; হোক! অনেক বড় হোক।
মায়া নামের ফেসবুক পেইজ থেকে বলা হয়েছে, বাংলাদেশ হাদির কাছে ঋণী হয়ে থাকবে আজীবন। এতিম হয়ে গেল বাচ্চাটা।
রবি হাসান নামে একজন কমেন্টে লিখেছেন, হাদি ভাইয়ের কি নেক নসিব দেখেন, গু-লি-বি-দ্ধ হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর, দুনিয়া থেকে বিদায় নিলেন জুমার রাতে, উনার জানাজা হবে পবিত্র শুক্রবারে, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে জুমার দিনে ডাকেন, জুমার দিনে গু-লি-বি-দ্ধ..জুমার রাতেই শহীদ উসমান হাদী।
What's Your Reaction?