হাদির জানাজায় মানতে হবে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, আগামী কাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। অংশগ্রহণকারীদের কোনো প্রকার ভারী ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, জানাজার সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকায় পৌঁছেছে শহীদ ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে সংরক্ষণ করা হয়। জানাজার পর শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, আগামী কাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। অংশগ্রহণকারীদের কোনো প্রকার ভারী ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, জানাজার সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকায় পৌঁছেছে শহীদ ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে সংরক্ষণ করা হয়। জানাজার পর শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে।
What's Your Reaction?